
আজকে নির্বাচন নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে দেশে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন যখন ঘনিয়ে আসছে, তখন একটি রাজনৈতিক গোষ্ঠী বিভিন্ন সময়ে বিভিন্ন অবান্তর এবং অপাংক্তেয় কিছু বক্তব্য তুলে ধরে, দাবি দাওয়া দিয়ে আগামী নির্বাচন নিয়ে পর্দার অন্তরালে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আয়োজিত নোয়াখালীর চাটখিলে আজিজ সুপার মার্কেট সম্মুখ মাঠে র্যালী পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মামুনুর রশিদ মামুন বলেন, ‘আমরা হুশিয়ার করে দিতে চাই। বিগত ১৭ বছর কারো লুঙ্গির নিচে বা কারো অধীনে আমরা রাজনীতি করি নাই। আমরা রাজপথে থেকে ফ্যসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি। আজকে জনগণের দাবি একটাই। তারা নির্বাচন চায়। তারা ভোট দিতে চায়। জিয়া পরিবারের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যতো ষড়যন্ত্রই হোক তা মোকাবেলা করা হবে।’
তিনি আরো বলেন, ‘জনগন সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে বিএনপি তথা জিয়া পরিবারকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে যিনিই আসবেন, সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।’
সমাবেশে চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপি ও যুবদলের এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভাশেষে চাটখিল বাজারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়৷ র্যালি শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এসময় চাটখিল উপজেলা ও পৌরসভার বিএনপি, যুবদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply