
নোয়াখালীর চাটখিল উপজেলার সূর্য সন্তান সাবেক জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রাকিব হোসেন (রাজ) উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী হওয়ার প্রত্যাশা করেছেন । তিনি স্কুল জীবন থেকেই নিজের দক্ষতা দিয়ে ছাত্রদলের জন্য কাজ করতেন বলে জানা গেছে।
রাকিব হোসেন (রাজ) বলেন, চাটখিল উপজেলায় দিন দিন ছাত্রদলের অসংখ্যা পরিমানে কর্মী বাড়ছে বিধায় তাদের সঠিক দিক নির্দেশনা না পেলে এসব কর্মীরা ছিটকে যেতে পারে। বর্তমান প্রেক্ষাপটে উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে তিনি সভাপতি পদ প্রত্যাশী হয়েছেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ডে ছিল তার বিশেষ অবদান। করোনার ক্লান্তিকালে নিজের জীবন বাজি রেখে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য সেবামূলক কাজে ব্যাপক ভূমিকা রয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়। বন্যায় অসহায় মানুষদের সহায়তা দিতে রাতদিন পরিশ্রম করতে শুনা যায় বিভিন্ন নেতাকর্মীর কাজ থেকে। এছাড়াও ছাত্রদলের উদ্দ্যোগে গাছ লাগানো কর্মসূচি, প্রচন্ড তাপদাহে পরীক্ষার্থীদের মাঝে খাবার সেলাইন ও পানি বিতরণসহ অসংখ্যা সেবামূলক কাজে তার ব্যাপক অবদান রয়েছে।
সর্বশেষ রাকিব হোসেন বলেন, ছাত্রদলের সভাপতি নির্বাচিত হলে উপজেলার প্রত্যেকটি কর্মীকে দক্ষ ও বিচক্ষণ হিসেবে গড়ে তুলতে এবং সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজি মুক্ত রাখার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবেন। এ ক্ষেত্রে সে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন এই ত্যাগী নেতা।
Leave a Reply