

নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন শুক্রবার চাটখিল পৌর শহরে এই সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব গোলাম মোস্তফা সেলিম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে সচেতন করতে হবে। জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চালানো অপপ্রচারের জবাব দিতে জিয়া সাইবার ফোর্সকে অনলাইনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দলের জন্য যাঁরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন সময়ের দাবি। বিএনপির ভাবমূর্তি রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন রাজিব হোসেন এবং সঞ্চালনা করেন মোহাম্মদ সাব্বির হোসেন ও তারপিনা শাহনাজ রজব।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জেডসিএফ সভাপতি মনির হোসেন পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম রাহুল
সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম মাসুদ
দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদায়) ইঞ্জিনিয়ার মনির হোসেন বেগ
সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায়) শাহাদাত হোসেন
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক আবির হাসান অভি ও আব্দুল্লাহ আল মামুন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
সহ-সাধারণ সম্পাদক কামাল ভূঁইয়া মিন্টু
সহ-প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ
সদস্য আরিফ হোসেন
বক্তারা বলেন, “জিয়া সাইবার ফোর্স একটি অনলাইনভিত্তিক অ্যাক্টিভিস্ট সংগঠন, যা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় কাজ করছে। সত্য প্রচার, মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানই জেডসিএফ-এর মূল দর্শন।”
সভাটি ছিল অত্যন্ত প্রাণবন্ত, গঠনমূলক এবং সফল। জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে উপস্থিত নেতাকর্মীরা ভবিষ্যতে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
Leave a Reply