
ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে এম এইচ গ্লোবাল গ্রুপের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী সংবর্ধনা ও মতবিনিময় সভা। এই অনন্য আয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে সত্যের সন্ধানে পথচলা বিশ্বখ্যাত আলোকচিত্রী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক জনাব শহীদুল আলম-কে বিশেষভাবে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ক্যাপ্টেন এ. কে. এম. গোলাম কিবরিয়া, ফাউন্ডেশনের সিসিও গোলাম মর্তুজা, এবং যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ।
আবেগঘন বক্তব্যে শহীদুল আলম তুলে ধরেন তাঁর সাম্প্রতিক ফিলিস্তিন সফরের মর্মস্পর্শী অভিজ্ঞতা, গাজার বর্তমান করুণ চিত্র এবং মানবতার বিরুদ্ধে চলমান নিষ্ঠুরতার বিবরণ। তিনি জোর দিয়ে বলেন, “এই ধরনের বর্বরতা ও গণহত্যা রোধে আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া জানান,
> “ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ‘হিউম্যানিটারিয়ান ফাইভ জিরো ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে আমরা সেইসব ব্যক্তিত্বদের সম্মান জানাই, যারা মানবতার পক্ষে কথা বলেন এবং বিশ্বজুড়ে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেন। আজ আমরা গর্বিত যে, ডা. মোস্তফা হাজেরা মেডেল প্রদান করছি শহীদুল আলমকে—যিনি সাহস ও বিনয়ের প্রতীক।”
বাংলাদেশ থেকে গাজার তীর পর্যন্ত শহীদুল আলমের ক্যামেরা হয়ে উঠেছে সত্য, ন্যায় ও মানবতার নীরব সাক্ষী। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি তাঁর উপস্থিতিতে অনুপ্রাণিত বোধ করেছেন। তিনি সভায় শেয়ার করেন ‘সুমুদ ফ্লোটিলা’ অভিযান–এর স্মৃতিচারণ, যা অন্যায়ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছিল।
ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশন মানবিকতার পক্ষে সবসময় সোচ্চার, এবং শহীদুল আলমের মতো সাহসী মানুষদের সম্মানিত করতে পারা তাদের কাছে এক গর্বের বিষয়।
Leave a Reply