দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে যান বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে জাহাঙ্গীর আলমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং সর্বদা তার পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় রুহুল কবির রিজভী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলমের গানটি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। পরে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন দৃষ্টিহীন এই গায়কের সঙ্গে যোগাযোগ করতে ও সহায়তা দিতে।
রিজভী আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একসময় রংপুর বেতারে তিন বছরের এক শিশুর গান শুনে তার পরিবারকে ঢাকায় এনে চাকরির ব্যবস্থা করেছিলেন। সেই ছোট শিশুটি হলো সংগীতশিল্পী বেবি নাজনীন। আমাদের নেতারা সবসময় জনগণের পাশে ছিলেন, আছেন, থাকবেন। আমরা বিএনপি পরিবারও দৃষ্টিহীন শিল্পী জাহাঙ্গীর আলমের পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।
Leave a Reply