
আজ ২৪ অক্টোবর ২০২৫, সকাল ১১টায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক জোটের উদ্যোগে নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব এম. গিয়াস উদ্দিন খোকন।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক জোটের মুখপাত্র তারেক রহমান, কে. এম. রফিকুল ইসলাম রিপন, এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “গণতন্ত্রের স্বার্থে অবিলম্বে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।” তারা আরও দাবি জানান, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
Leave a Reply