
র্যাঙ্কিংয়ে আরও অবনতি বাংলাদেশ দলের
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ দল। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটাও হয়েছিল হাতছাড়া। ২০২৩ বিশ্বকাপটাও পার হয়েছে ভরাডুবিতে। আর সেটারই প্রতিফলন দেখা গেল আইসিসির র্যাঙ্কিংয়ে আজ সোমবার সবশেষ তিন বছরের বাৎসরিক র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ১০ম স্থানে আছে বাংলাদেশের নাম।
নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। যার ফলে ওয়ানডেতে এক ধাপ পিছিয়ে গেছে টাইগাররা। ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ১০ নম্বরে। তাদের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ।
Leave a Reply