
খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের সাতক্ষীরা জেলা বাংলাদেশ আমজনগণ পার্টির দলীয় কার্যালয় পরিদর্শন করেন। আজ শনিবার ( ১৮ অক্টোবর) সকাল ১১ টায় তিনি দলটির পাটি অফিস পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি বাংলাদেশ আমজনগণ পার্টি’র সাতক্ষীরা জেলার আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের কাছ থেকে জেলা ও উপজেলা কমিটির সাংগঠনিক কাগজপত্র এবং দাপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্তিত ছিলেন, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাদেরুজ্জামানসহ নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আমজনগণ পার্টি’র জেলা আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন, দেবহাটা উপজেলা কমিটির আহ্বায়ক আব্দুর রহমান ও তালা উপজেলা কমিটির আহ্বায়ক মীর ইমরানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নির্বাচন কর্মকর্তা বাংলাদেশ আমজনগণ পার্টি’র কার্যালয় ও বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দলটির চলমান সাংগঠনিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply