1. admin@talash24.com : admin :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নোয়াখালীতে ডা. মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ২৬৮ নোয়াখালী-১ আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন কালা চাঁদকে হারিয়ে দিশেহারা তার পরিবার একটি রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মামুনুর রশিদ মামুন চাটখিলে যুবদলের সমাবেশে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের জয় নিশ্চিতের প্রত্যয় পঞ্চগড়ের বোদায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বিষয়ে আলোচন চাটখিলে আস্থা লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখা অফিস উদ্বোধন নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল ঐকমত্য কমিশন এবং সরকারের কর্মকাণ্ডে আমরা হতাশ: সালাহউদ্দিন

সেনবাগে পিসিএল ২০২৫ এর ইয়াং ফাইটার্সকে উড়িয়ে ফাইনালে ফ্রিডম-২৪

তালাশ ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগের প্রাণকেন্দ্রে জমজমাটভাবে চলছে ক্রিকেটপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রতিযোগিতা — ঢ় ঢ়ঢ়ঢ়রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি (পিসিএল) পৌর ক্রিকেট লীগ ২০২৫”।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ৫ম ম্যাচ, যেখানে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল — ফ্রিডম ২৪ ও ইয়াং ফাইটার্স।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইয়াং ফাইটার্স, তবে শুরু থেকেই ফ্রিডম-২৪ এর বিধ্বংসী বোলিং আক্রমণে তাদের ব্যাটিং লাইনআপ বিপর্যস্ত হয়ে পড়ে।

নির্ধারিত ১০ ওভারের ম্যাচে ১১ বল বাকি থাকতেই মাত্র ৪৭ রানে অলআউট হয় ইয়াং ফাইটার্স। দলের পক্ষে রনি ৯ বলে ১৩ ও ফয়সাল ১০ বলে ১২ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও দলকে বিপর্যয় থেকে রক্ষা করতে পারেননি।

মাত্র ৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ফ্রিডম-২৪ এর ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ৩ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় ফ্রিডম-২৪, এবং সেই সঙ্গে জায়গা করে নেয় টুর্নামেন্টের ফাইনালে।

ফ্রিডম-২৪ এর দেলোয়ার ঝড়ো ৯ বলে ১৯ রান ও রনি ৩ বলে ১২ রান করে দলের জয়ে ভূমিকা রাখেন। বোলিং বিভাগে আরিফ ৩ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট, হৃদয় ৩ ওভারে মাত্র ৭ রান এবং তামিম ২ ওভারে ২০ রান খরচায় ৩ উইকেট তুলে নেন।

পুরো ম্যাচ জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল মাঠ। দারুণ বোলিং নৈপুণ্যের জন্য তরুণ প্রতিভাবান খেলোয়াড় তামিমের ঝলমলে পারফরম্যান্সে ফ্রিডম ২৪ দলের জয় নিশ্চিত হয়, আর ম্যাচ শেষে তাকেই ঘোষণা করা হয় “ম্যান অব দ্যা ম্যাচ”।

ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, যিনি স্ব-হস্তে তরুণ তামিমের হাতে “ম্যান অব দ্যা ম্যাচ” পুরষ্কার তুলে দেন।

৫ম ম্যাচের ফলাফলের ভিত্তিতে ফাইনালে খেলবে ফ্রিডম ২৪ ও জায়ান্ট ক্রিকেটার্স। তাই ৬ষ্ঠ ম্যাচ নিয়ম অনুসৃত পথটি রক্ষার্থে আগামী ১৭ অক্টোবর বিকেল ৩টায় সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচ অনুষ্ঠিত হবে।

পুরো টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে —
দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, টিভি ৯ বাংলা, বিডি পোস্টস.কম, চ্যানেল এ, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ, ক্রাইম রিপোর্ট ২৪.কম, দি জনতা নিউজ, আপডেট বিডি নিউজ ২৪ লাইভ ও বিএনএন।

“এমন আয়োজন সেনবাগে ক্রিকেটের নবজাগরণ ঘটাচ্ছে,” বলছেন স্থানীয় ক্রিকেটপ্রেমী দর্শকরা। “তরুণদের এমন পারফরম্যান্সই আগামী দিনের বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নেবে,” মন্তব্য আয়োজক কমিটির একজন সদস্যের।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ তালাশ ২৪
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park