শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাটখিল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন এর পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর শুচেচ্ছা বার্তা এবং আর্থিক অনুদান পৌঁছে দেন। এছাড়া উপস্থিত নেতৃবৃন্দ পূজা উদযাপন পরিষদকে সুন্দরভাবে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এই সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি ওমর ফারুক, সদস্য হেলাল উদ্দিন,ডুবাই বিএনপি নেতা ইসমাইল হোসেন, বিএনপি নেতা সেতু সদস্য সচিব এস.আর শাকিল ও ছাত্রদল নেতা রাকিব হোসেন রাজ ও প্রমুখ।
পরিদর্শন শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ বলেন, শারদীয় দুর্গোউৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি বাঙালি সংস্কৃতির অন্যতম একটি উৎসব। সবাই মিলে শান্তিপূর্ণভাবে এই উৎসব পালন করলে সমাজে সম্প্রীতি আরও দৃঢ় হবে।