চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব গোলাম মাওলা আজ বুধবার সন্ধ্যায় চাটখিল পৌরসভাস্থ ১১ নং পোল সংলগ্ন তার নিজস্ব অফিসে উপজেলার সর্বসাধারনের সাথে মতবিনিময় করেছেন।
উক্ত মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব গোলাম মাওলা। এ সময় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা যুবদলের সদস্য পলাশ, সাবেক ছাত্রনেতা শাহাদাৎ সজিব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাওলা বলেন, বিগত ১৬/১৭ বছর পর ৫ই আগস্ট আমাদের কথা বলার সুযোগ তৈরি হয়েছে। গণতান্ত্রিক দেশে প্রতি ৪/৫ বছর পর পর নির্বাচন হয় এবং তারা সরকার গঠন করে। বর্তমান সরকার ফেব্রæয়ারিতে যে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সে নির্বাচনে বিএনপি মেজরিটি আসন পেয়ে সরকার গঠন করবে বলে আশাবাদি। আমি ব্যক্তিগতভাবে দীর্ঘ ৪৫/৪৭ বছর রাজনীতির সাথে জড়িত থাকার পর এবার সুন্দরভাবে নির্বাচন হতে যাচ্ছে এবং সে নির্বাচনে মানুষের কল্যানে কাজ করার জন্য বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে এ আসনে নির্বাচন করতে আগ্রহী।
তিনি আরো বলেন, আমার ব্যক্তি জীবনে কোন চাওয়া-পাওয়া নেই। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। অতীতে সুখে-দুখে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।