নোয়াখালীর চাটখিল পৌরসভা বিএনপি’র নতুন কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দলের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র আদর্শ ও নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবো।”
স্থানীয় নেতাকর্মীরা তাঁর এই দায়িত্বপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে চাটখিল পৌরসভা বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হয়ে উঠবে।