সাইফুল ইসলাম রিয়াদ: নোয়াখালীর চাটখিল বাজার মোবাইল ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল পৌর বাজারের স্কাই ভিউ চাইনিজ হল রুমে এই সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে হোসেন টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসেন ও শামীম টেলিকমের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোহাম্মদ হোসেন সভাপতি হিসেবে নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে ভাই ভাই টেলিকমের স্বত্বাধিকারী মোহাম্মদ বিপ্লব ও শাপলা টেলিকমের স্বত্বাধিকারী নূর হোসেন খোকন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মোহাম্মদ বিপ্লব সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ সোহাগ।