মহাত্মা গান্ধীর ১৫৬ তম জন্মবার্ষিকী ও আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষ্যে গান্ধী আশ্রম ট্রাস্টের আয়োজনে রবিবার সকালে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্টের প্রধান কার্যালয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, সম্প্রীতি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে ট্রাস্ট’র সচিব রাহা নব কুমারসহ অতিথিবৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন এবং এরপর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন।
গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব রাহা নব কুমারের সভাপতিত্বে এবং পরিচালক (অর্থ ও প্রশাসন) শংকর বিকাশ পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় Fostering Global Solidarity Through Non-Violence (অহিংসার মাধ্যমে বিশ্ব সংহতি গড়ে তোলা) প্রতিপাদ্যের আলোকে ধারণাপত্র পাঠ করেন সহকারী পরিচালক (মিডিয়া, কমিউনিকেশন এন্ড এইচ আর) অসীম কুমার বকসী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গান্ধী আশ্রম ট্রাস্ট এর চেয়ারম্যান মেজর জেনারেল জীবন কানাই দাস (অবঃ), বিশেষ অতিথির বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আকতার, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ দিদারুল ইসলাম, বিশিষ্ট সমজকর্মী ও ব্যবসায়ী প্রতিনিধি ব্রজ কিশোর সাহা। ধারণাপত্রের আলোকে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পার্টিসিপেটরি রিসার্চ এন্ড এ্যাকশন নেটওয়ার্ক (PRAAN) এর নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ, জয়াগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মহিন উদ্দিন, ভাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, জয়াগ ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি আনোয়ার হোসেন পাখি, বজরা ইউনিয়ন মানবাধিকার কমিটিরসহ সভাপতি সবুর উদ্দিন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি আজিজুর রহমান, জয়াগ বাজার কমিটির আহবায়ক হারুনুর রশীদ, নারী নেত্রী এবং সাবেক মেম্বার বুলু আক্তার, মোহাম্মাদপুর ইউনিয়ন মানবাধিকার কমিটির সভাপতি কামাল মজুমদার, মেম্বার মারজাহান আক্তার প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে গান্ধী আশ্রম ট্রাস্টের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, মানবাধিকার ও সুশাসন বিষয়ক কর্মসূচীর আওতাধীন ইউনিয়ন কমিটি এবং উপজেলা কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার ১৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে, সাংস্কৃতিক পর্বে গান্ধী আশ্রম ট্রাস্টের থিয়েটার ইউনিটের শিল্পীবৃন্দ এবং গান্ধী মেমোরিয়াল ইন্সটিটিউটের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক কর্মকান্ড অনুষ্ঠিত হয়।