নোয়াখালী চাটখিল-সোনাইমুড়ী উপজেলায় ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে বৈশ্বিক ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১৫ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২২ই সেপ্টেম্বর থেকে ২৭ই সেপ্টেম্বর পর্যন্ত ৬ দিন ব্যাপি ২ উপজেলার ৩৬টি ক্যাম্পে ১৫ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে ডাক্তার দেখানো, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা, প্রেসার মাপাসহ বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়েছে। এছাড়াও জটিল ও কঠিন রোগীদের উন্নত চিকিৎসার জন্য পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।
মেডিকেল ক্যাম্পের টিম প্রধান ডা: মাজহারুল ইসলাম জানান, ক্যাম্পগুলোতে বিভিন্ন বয়সের বিভিন্ন রোগের রোগীরা চিকিৎসা নিতে এসেছেন। এমন অনেক রোগী এসেছেন যারা জীবনে কখনো এমবিবিএস ডাক্তার দেখানোর সামর্থ ছিল না। আমরা যথাসাধ্য আন্তরিকতার সাথে সময় দিয়ে রোগীদের চিকিৎসা, পরীক্ষা ও ঔষধ দেওয়ার চেষ্টা করেছি।
চিকিৎসা নিতে আসা বৃদ্ধা রহিমা বেগম জানান, দীর্ঘদিন থেকে এলার্জি, ডায়াবেটিসসহ নানা রোগে ভ‚গতেছি। বড় ডাক্তার দেখানোর জন্য টাকা পয়সা নেই। বাড়ির কাছে মেডিক্যাল ক্যাম্প আসায় চিকিৎসা নিতে পেরেছি। তারা চিকিৎসার পাশাপাশি আমাদের ঔষধ দিয়েছে। ধন্যবাদ মোস্তফা হাজরা ফাউন্ডেশানকে।
ফাউন্ডেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন রাসেল জানায়, রোগীরা যাতে করে সুশৃঙ্খলভাবে চিকিৎসা সেবা নিতে পারে এজন্য আমাদের স্বেচ্ছাসেবী টিম সুচারুভাবে কাজ করেছে। বয়োবৃদ্ধ রোগীদের এ্যাম্বুলেন্সের মাধ্যে আনা- নেয়া হয়েছে।
ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম মর্তুজা বলেন, আমরা চাটখিল- সোনাইমুড়িতে ৫ শূন্য ঘোষণা করেছি। তার মধ্যে চিকিৎসা সেবাকে শূন্য আনতে আমরা কাজ করে যাচ্ছি। তারই অংশ হিসেবে বৈশ্বিক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে ফাউন্ডেশনের কার্যক্রম চলমান রয়েছে এবং আগামীতে তা অব্যাহত থাকবে।