আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আলহাজ্ব গোলাম মাওলা শনিবার রাতে তার নিজ এলাকা চাটখিল উপজেলার ০১নং শাহাপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের দুবাই মার্কেট, পাটোয়ারী মার্কেটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন।
গণসংযোগকালে তিনি সাধারণ ভোটার, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে চাটখিল-সোনাইমুড়ীর উন্নয়নে কাজ করার সুযোগ তৈরি করে দেয়ার জন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তার সাথে বিভিন্ন স্তরের অসংখ্য কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।