
নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারের “মা ইলেকট্রিক” ব্যবসায়ী আবু বকর ছিদ্দিকের দোকান ঘর পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে। ভুক্তভোগী গতকাল বুধবার সাংবাদিকদের জানান, গত ০৫ অক্টোবর দশঘরিয়া বাজারের মেইন রোডের পাশে বৈদ্যতিক শর্ট সার্কিটে “মা ইলেকট্রিক” দোকানসহ মোট ০৪টি দোকান পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটে। কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে উঠানোর পর হঠাৎ আগুনে পুড়ে নিভে গেল তার স্বপ্নের ভাগ্যের চাঁকাটি। কৃষি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারে নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
পরকোট ইউনিয়নের চেয়ারম্যান বাহার আলম মুন্সি দু:খ প্রকাশ করে বলেন, ভুক্তভোগী পরকোট ইউনিয়নের লাইসেন্স ভুক্ত ব্যবসায়ী । তার দোকান পুড়ে যাওয়ায় ৭ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। পাশ্ববর্তী এক ব্যবসায়ী ইকবাল হোসেন জানান ,তারও ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন বলেন, আগুনে পুড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি দোকান এমন ভাবে পুড়েছে যে কয়লা ছাড়া আর কিছুই বাকি ছিলনা। ভুক্তভোগী চাটখিল থানায় অনলাইনে সাধারন ডায়েরী করেছেন, তা এসআই আল আমিনের কাছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, চাটখিল উপজেলায় যদি কোন বরাদ্দ আসে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের অবশ্যই সহযোগীতা করা হবে।
মোহাম্মদ আমান উল্যা
প্রতিনিধি
চাটখিল, নোয়াখালী।
০১৭৩১৮৫৭১৮৬
Leave a Reply