চাটখিল প্রতিনিধি : বেল্লাল হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মামুনুর রশীদ মামুন সমর্থিত চাটখিল উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল বিকেলে চাটখিল আজিজ সুপার মার্কেট সংলগ্ন কার্যালয়ের সামনে থেকে বন্যার্ঢ র্যালী বের করা হয় এবং র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটখিল উপজেলা ছাত্রদল সাবেক
সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা সেলিম, বিএনপি নেতা জিএস ফরিদ, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক নুরনবী, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বেলায়েত হোসেন দ্বীপু, চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল প্রমুখ।
র্যালী ও আলোচনা সভায় চাটখিল উপজেলা ও পৌরসভার বিএনপি ও অংগসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিল।