চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল পৌরসভার ৮নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় সাতবাড়িয়া ফোরকানিয়া মাদরাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক, বিএনপি নেতা মো: হেলাল মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোজাম্মেল হোসেন লন্টু, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, যুবদলের সাবেক সভাপতি মো: লিটন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মো: মানিক ও ছাত্রদল নেতা কাউছার হামিদ প্রমুখ।
এসময়, বক্তারা নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদেরকে জনগণের কাছে গিয়ে ঐক্যবদ্ধহয়ে ধানের শীষ প্রতীকে কাজ করার দিক নির্দেশনা দেন।